সুবিধাবঞ্চিত ৮শ’ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল ইসলামী ব্যাংক

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সুবিধাবঞ্চিত ৮শ’মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭’-এর বৃত্তি দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. আব্দুল হামিদ মিঞা।  এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. হেলাল আহমদ চৌধুরী, মো. জয়নাল আবেদীন ও মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। ২০১৫ সালে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮ শ` সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীকে স্নাতক পর্যায়ে অধ্যয়নের জন্য এ বৃত্তি দেয়া হয়।

ড. মসিউর রহমান বলেন, ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রম একটি প্রশংসনীয়, সাহসী ও দেশপ্রেমী উদ্যোগ। এ কার্যক্রম সরকারঘোষিত ‘সবার জন্য শিক্ষা’ নীতির পরিপূরক। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষা ও স্বাস্থ্যখাতকে প্রাধান্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি এবং মানুষের সার্বিক কল্যাণে কাজ করছে। সিএসআর কর্মসূচির আওতায় ইসলামী ব্যাংক এখন পর্যন্ত ৩৩ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।

(শামীম/ ২৭ জানুয়ারি ২০১৭)


Comment As:

Comment (0)