ফের চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য এম. এ. লতিফ সমর্থিত প্যানেলের এস আলম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম।

এছাড়া সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুন নেওয়াজ সেলিম ও  সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ জামাল আহমেদ। তারা তৃতীয়বারের মতো এই দায়িত্ব পালন করবেন।

গত ২০ শে মে চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৯ জন পরিচালক পদ থেকে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪ জন পরিচালক ৪টি ক্যাটাগরিতে নির্বাচিত হন।

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের নিয়ম অনুসারে, পরিচালক নির্বাচিত হবার ২ দিনের মধ্যে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি মোট তিনজনকে নির্বাচিত করবেন ২৪ জন পরিচালক।

এ লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে ২৪ জন পরিচালক এই বোর্ড মিটিং এ বসেন। সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত পরিচালক হাবিবুল হক। বৈঠকে সংগঠনটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

সভাপতি মাহবুবুল আলম এই নিয়ে তিন তিনবার দ্য চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন। এম. আলম গ্রুপে’র চেয়ারম্যান মাহবুবুল আলম ১৯৫৮ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খ্যাতনামা ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম নুরুল আলমের জ্যেষ্ঠ সন্তান। মাহবুবুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। শিক্ষা জীবন সম্পন্ন করার পর তিনি আমদানি-রপ্তানীসহ বহুমূখী ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করে ভোগ্যপণ্য আমদানিতে অন্যতম নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।

মাহবুবুল হক বর্তমানে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি, সার্ক চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী দপ্তর সংশ্লিষ্ট বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলাপমেন্টের (বিল্ড) ট্রাস্টি, চেম্বার কর্তৃক মনোনীত সিডিএর সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটির গভর্ণিং বোর্ডের সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবস্থান করছেন।

সিনিয়র সহ সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যবসায়ী, এনসিসি ব্যাংক ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স’র সাবেক চেয়ারম্যান, ইলেক্ট্রোমার্ট লিমিটেডের এর চেয়ারম্যান।

(এসএএম/ ২৩ মে ২০১৭)


Comment As:

Comment (0)