পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল!
বিনিয়োগবার্তা ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে মঙ্গলবার থেকে একটি নিউজ শোভা পাচ্ছে। যা পিএসএলের ফাইনালের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ করছে অনলাইনগুলো। সেটা হচ্ছে নভেম্বরে বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে। সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি মাসেই বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল ও পরিদর্শক দল পাকিস্তানে যাবেন। তারা সেখানে বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তারপর দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে আলোচনা এগিয়ে যাবে।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বুধবার সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ পাকিস্তানে আয়োজনের বিষয়ে কথা-বার্তা চালিয়ে যাচ্ছি। আশা করছি সবকিছু আমাদের পক্ষেই যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজটি লাহোরে অনুষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন, ‘গেল কয়েক বছরে আমাদের জাতীয় দল দুইবার বাংলাদেশ সফর করেছে। চলতি বছরের জুলাইতে আরো একবার আমরা বাংলাদেশ সফরে যাব। আশা করছি বিসিবি আমাদের আমন্ত্রণটি সম্মানের সঙ্গে বিবেচনা করবে। দ্বিপাক্ষিক সিরিজের প্রতি তাদের যে সম্মান সেটা তারা রাখবে।’
‘বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল ও পরিদর্শক দল পাকিস্তান সুপার লিগের ফাইনাল দেখতে লাহোরে আসবে। তারা ফাইনাল উপভোগ করার পাশাপাশি বিদেশি দলকে কীভাবে এবং কী পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় সেটা পর্যবেক্ষণ করবে। আসলে এটা আমাদের জন্যও একটা সুযোগ। কারণ, আমরা সব সময়ই খেলোয়াড় ও কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়ে সচেতন। সেটা তাদের আমরা দেখাতে পারব’। যোগ করেন তিনি।
(এমআইআর/ ০২ মার্চ ২০১৭)