লন্ডনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

লন্ডনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে অবস্থানরত তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেছেন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমানের বাসায় আনন্দঘন পরিবেশেই কাটছে তার সময়। স্থানীয় একটি পার্কে ছেলের সঙ্গে মুক্ত পরিবেশে ঘুরতেও বের হন তিনি। এ সময় পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি ‘দ্য লন্ডন ক্লিনিক’-এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ছেলের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে গতকাল। চারদিন ওনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। ডাক্তাররা (লন্ডন ক্লিনিকের চিকিৎসক) বাসায় ওনাকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য হয়তো ওনাকে লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা আছে, যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন দেশে কবে ফিরবেন এ বিষয়ে জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘যেসব পরীক্ষা করতে বলা হয়েছে সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন।’

উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে গত ৮ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে যান।

বিনিয়োগবার্তা/শামীম//


Comment As:

Comment (0)