নির্বাচন ও সংস্কার নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে কিছু মহল: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি আগে নির্বাচন, পরে সংস্কার চায়— এমন ধারণাকে 'মিথ্যা ও বিভ্রান্তিকর' বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপি বরাবরই নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর জোর দিয়ে আসছে। তবে কিছু মহল ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
বুধবার (২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা কখনো বলিনি আগে নির্বাচন হবে, আর পরে সংস্কার। আমরা বরাবরই বলে আসছি, ন্যূনতম সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নির্বাচনব্যবস্থা, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার সংস্কার করতে হবে, যাতে ভোট অবাধ ও নিরপেক্ষ হয়।
রাজনীতিতে মত-পার্থক্যকে স্বাভাবিক উল্লেখ করে মহাসচিব বলেন, গণতন্ত্রের সৌন্দর্য্য হলো বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন মত থাকা। সংঘাতের কোনো প্রশ্নই আসে না। জনগণ যাদের ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।
তিনি আরো বলেন, গণতন্ত্রই হলো সুশাসনের শ্রেষ্ঠ ব্যবস্থা। তা না হলে বর্তমান শাসকদের মতো অবস্থা হবে।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
বিনিয়োগ বর্তা/এসএএম//