বঙ্গবন্ধুর রায়োপিক

শেখ মুজিবকে নিয়ে নির্মিতব্য জীবনীভিত্তিক চলচ্চিত্র

বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাবে আগামী বছরের মার্চে

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ আগামী বছরের মার্চে মুক্তি পাবে বলে জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর।

মঙ্গলবার দিল্লিতে ভারত সফররত বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকের পর ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা জানান।

ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবিটি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। এর আগে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। করোনাভাইরাসের বিধিনিষেধের মধ্যে বাংলাদেশের অংশের এ সিনেমার দৃশ্যধারণে বিলম্ব হওয়ায় মুক্তির দিনক্ষণ পেছানো হলো।

অনুরাগ ঠাকুরের বরাতে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘আমি আশা করছি, আগামী বছরের মার্চের মধ্যে সিনেমার দৃশ্যধারণ সম্পন্ন হবে। করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে থাকলে মার্চেই আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পাবে।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় দৃশ্যধারণ করা হয়েছে। পরিচালক শ্যাম বেনেগাল গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমার আশিভাগ দৃশ্যধারণ করা হয়েছে; বাকি অংশের দৃশ্যধারণ বাংলাদেশ ও কলকাতায় করা হবে।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরো অনেকে অভিনয় করছেন। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুত্ফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেণু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগরকে (জেনারেল আইয়ুব খান)।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ হচ্ছে।

(এসএএম/০৯ সেপ্টেম্বর ২০২১)


Comment As:

Comment (0)