Shahrukh Khan

ওয়েব সিরিজে নাম লেখাচ্ছেন শাহরুখ খান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বলিউড বাদশাহ শাহরুখ খানের পর্দায় প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে সবাই। দীর্ঘদিন পর তিনি ফিরছেন সিনেমা নিয়ে। ভক্তদের আগ্রহের শেষ নেই ‘পাঠান’ সিনেমা নিয়ে। এছাড়া আরও কিছু সিনেমায় তিনি যোগ দিয়েছেন সম্প্রতি।

নতুন খবর হলো সিনেমার পাশাপাশি এবার শাহরুখ অভিনয় করতে যাচ্ছেন ওয়েব সিরিজেও।

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টারের একটি বিজ্ঞাপনের প্রচারে অংশ নেওয়ার পর থেকেই এ আলোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চিরাচরিত ভঙ্গিতে শাহরুখ তার অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন। পাশে তার সহকারী চরিত্রে রাজেশ জাইস।

শাহরুখ বলছেন, ‘দেখেছ আমার বাড়ির নিচে কত ভক্ত?’ জবাবে শাহরুখের সহকারি উত্তর দেন, ‘হ্যাঁ, তবে ভবিষ্যতে থাকবে কিনা কে জানে!’

শাহরুখ বলেন, ‘কেন?’ তখন সহকারি বলে উঠেন, ‘সবাই ডিজনিতে নাম লেখালেও আপনি কিন্তু এখনও নাম লেখাননি।’

ভিডিওটি প্রকাশের পর থেকেই বলিউডে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। অনেকেই মনে করছেন দ্রুত কোনো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। পরিচালক করণ জোহর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখেন, ‘কখনও ভাবিনি যে আমি এমন দিন দেখব যখন বলিউডের বাদশাহও ওটিটি প্ল্যাটফর্মের কথা চিন্তা করবে। এখন আমি সবকিছু দেখেছি!!’

এটিকে রিটুইট করে বাদশাহ লেখেন, ‘ছবির অনেক দৃশ্য এখনো বাকি রয়েছে।’

(ডিএফই/১২ সেপ্টেম্বর, ২০২১)


Comment As:

Comment (0)