নভেম্বরে শুরু হবে পদ্মা সেতুর পিচ ঢালাই
নভেম্বরের প্রথম সপ্তাহে মূল পদ্মা সেতুর কার্পেটিংয়ের (পিচ ঢালাই) কাজ শুরু হবে। ২০২২ সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। গতকাল পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটগুলোতে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শেখ হাসিনার অবদান, পদ্মা সেতু দৃশ্যমান। এটি এখন আর কোনো স্লোগান নয়, দৃশ্যমান বাস্তবতা। পদ্মা সেতুর দুই প্রান্তে সাতটি পুনর্বাসন সাইট নির্মাণ করা হয়েছে। এ পুনর্বাসন সাইটগুলোয় মোট ৩ হাজার ১১টি আবাসিক প্লটের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৯৬৩টি প্লট বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ভূমিহীনদের মধ্যে ৮১৪টি প্লট বিনা মূল্যে বরাদ্দ করা হয়েছে। মোট ১০০টি বাণিজ্যিক প্লটের মধ্যে এ পর্যন্ত ৮১টি প্লট এবং ১২০টি বাণিজ্যিক স্পেসের মধ্যে ৭২টি স্পেস বরাদ্দ করা হয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকৃত ৮২৩টি লিজ দলিলের মধ্যে আজ (গতকাল) ২০টি লিজ দলিল ক্ষতিগ্রস্তদের মধ্যে হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না।
ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর নির্মাণকাজের অগ্রগতি শতকরা প্রায় ৯৫ ভাগ, নদী শাসনকাজের অগ্রগতি শতকরা ৮৫ দশমিক ২৫ ভাগ এবং পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৮ ভাগ।
সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক ইএসএসটি মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।
বিনিয়োগবার্তা/ডিএফই//