ADB Country Director

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে মনোনয়ন পেয়েছেন এডিমন জিনটিং। তিনি মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হবেন। এডিমন জিনটিং এডিবির উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আজ বাংলাদেশ কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।

গতকাল রাজধানীর একটি হোটেলে মনমোহন পারকাশের বিদায় ও ঋণচুক্তি অনুষ্ঠানে নতুন কান্ট্রি ডিরেক্টরকে পরিচয় করিয়ে দেয়া হয়। গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় নিজেকে সম্পৃক্ত রেখে মনমোহন আমাদের চিরঋণী করেছেন। আজ আমাদের জন্য সত্যই একটি অত্যন্ত বিষাদপূর্ণ দিন। কারণ আজ আমাদের অন্যতম সেরা বন্ধু এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশকে বিদায় জানাতে হচ্ছে। বাংলাদেশীরা তার পরিবারের কাছে চিরকৃতজ্ঞ, কেননা তার বীর পিতা ভারতীয় বিমান বাহিনীর সদস্য হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আর তিনি তার চার বছরের অসামান্য সেবার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নযাত্রায় নিজেকে সম্পৃক্ত রেখে আমাদের ঋণী করেছেন।

এডিবি মনোনীত নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিংকে নতুন বন্ধু হিসেবে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এডিমন জিনটিং আমাদের দলের নতুন সদস্য। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। আশা করছি, তিনিও বাংলাদেশের উন্নয়নযাত্রায় নিজেকে সম্পৃক্ত করে আমাদের অকৃত্রিম বন্ধুতে পরিণত হবেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)