undefined

স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর কর্তনে ই-টিডিএস চালু

স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর কর্তন ও মামলা জট কমানোসহ কর ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড উদ্ভাবিত ডিজিটাল প্লাটফর্ম ই-টিডিএস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, এই সিস্টেম উৎসে কর কর্তন, সরকারি কোষাগারে জমাদান ও রিপোর্টিং এর অটোমেটেড সিস্টেম কর ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা পালন করবে। মামলা জট কমে আসবে। এছাড়া রাজস্ব ফাঁকি কমবে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলেও তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)