undefined

স্টেকহোল্ডারদের সাথে বিএসইসির বৈঠক

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে নানা উদ্যোগ

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এলক্ষ্যে মধ্যবর্তী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতাও বাড়ানো হবে। ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে বন্ড ইস্যু করার সুযোগ দেওয়া হবে। এছাড়া গুজব প্রতিরোধের লক্ষ্যেও কমিশনের সঙ্গে একাত্ন হয়ে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌছেছেন স্টেকহোল্ডাররা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে সমসাময়িক বাজার পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে বিএসইসির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।

রাজধানীর আগারগাঁওয়ের সিকিউরিটিজ কমিশন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, বিএমবিএ সভাপতি মো: ছায়েদুর রহমান, ডিবিএ সভাপতি শরীফ আনোয়ারসহ  শীর্ষ ব্রোকারেজহাউজের প্রতিনিধিরা।

বৈঠক সূত্রে জানা যায়, বিগত দিনগুলোতে পুঁজিবাজারের নানা বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়। এর মধ্যে তারল্য বাড়ানোর ইস্যুটি বিশেষ গুরুত্ব পায়। স্টেকহোল্ডারদের কেউ কেউ উল্লেখ করেন, শেয়ারের মূল্য বৃদ্ধির কারণে কোনো কোনো ব্যাংকের এক্সপোজার বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সমন্বয়ের চাপ আছে।

এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন ব্যাংকের যেসব সহযোগী প্রতিষ্ঠান (ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক)  ওই ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সেগুলোকে বন্ডে রূপান্তর করলে এক্সপোজার সমস্যা থাকে না। কোনো প্রতিষ্ঠান এভাবে বন্ড ইস্যু করতে চাইলে বিএসইসি সহজেই তার অনুমোদন দেবে।

বৈঠকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োকারীদের জন্য গঠিত ৯০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের সিদ্ধান্ত অনুসারে, এর মেয়াদ ২০২৩ সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল।

বৈঠকে উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে গুজবের বিষয়টি মনিটর করা এবং বিনিয়োগকারীদের কাউন্সিলিং করার উপর গুরুত্ব দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক অডিও বার্তায় জানান, বৈঠকে বাজার পরিস্থিতি নিয়ে শীর্ষস্থানীয় ব্রোকারদের সঙ্গে ফলপ্রসুূ আলোচনা হয়েছে। বৈঠকে তারাল্য প্রবাহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি, গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে বাজারে তারল্য প্রবাহ কয়েকগুন বেড়ে যাবে। 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)