প্রাইম ইসলামি সিকিউরিটিজ

মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে প্রাইম ইসলামী লাইফের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

 

মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপস MBL Rainbow ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস My Cash এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এখন খুব সহজেই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পলিসির প্রিমিয়াম প্রদান করা যাবে এবং ইন্স্যুরেন্স ক্লেইম, এসবি (প্রত্যাশিত সুবিধা), বোনাস, পেনশন, বেতন-ভাতা ইত্যাদি বিতরণ করা যাবে।

 

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এবং মার্কেন্টাইল ব্যাংকের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

 

উক্ত অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুর রহমান মিয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব কাজী আবুল মনজুর, এবং মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতি উল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)