আইসিএসবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি অনুষ্ঠানটি আয়োজন করে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিশেষ আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্য নিয়ে আইসিএসবির সদস্যরা আলোচনা করেন।
আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগ সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের অবদানে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার নিজস্ব স্থান করে নিয়েছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
আইসিএসবির ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস আজকের এই বিশেষ দিনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি আমাদের স্বাধীনতার অর্জনে শহীদদের আত্মত্যাগ ভূমিকা স্মরণ করেন এবং স্বাধীনতার তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন।
মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য, সন্তোষ চন্দ্র সরকার এফসিএস, শেখ মোঃ সরফরাজ হোসেন এফসিএস, মোহাম্মদ কামাল উদ্দিন এসিএস, শরিফুল ইসলাম এসিএস, আইসিএসবি-এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ডিআরসি সদস্য, ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েট সদস্য এবং আইসিএসবি-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালক ডিআরসির চেয়ারম্যান শেখ আজিজুল হক এফসিএস ইনস্টিটিউটের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিনিয়োগবার্তা/এসএএম//