নেপালের মেরা পীক পর্বত অভিযানে যাচ্ছে টীম ইবিএল
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক (ইবিএল) এর পাঁচ সদস্যের একটি অভিযাত্রী দল নেপালের হিমালয় পর্বতমালার মেরা পীক পর্বত বিজয়ের লক্ষ্যে আগামী ০৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে। ব্যাংকের ‘সীমা ছাড়িয়েঃ ইবিএল এর মেরা পীক জয়’ উদ্যোগের অধীনে এই অভিযাত্রার পরিকল্পনা করা হয়েছে।
অভিযাত্রী দলকে শুভকামনা জানিয়ে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “ইস্টার্ন ব্যাংকে আমরা শুধুমাত্র ব্যাংকিং পরিসরেই নয়, বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে সীমাকে ছাড়িয়ে যেতে চাই। এই অভিযাত্রার মাধ্যমে আমাদের এমপ্লয়ীদের সাহস, নিষ্ঠা ও এডভেঞ্চারের চেতনার বহিঃপ্রকাশ পেয়েছে। তাদের এই যাত্রায় সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত এবং নতুন উচ্চতায় পৌছুতে তাদের প্রচেষ্টার সফলতা কামনা করি”।
ইস্টার্ন বাংকের পাঁচ সদস্য অভিযাত্রী দলে রয়েছেন- সামজিদ আল আসাদ, মানাফ হোসেন, সাদিক আহমেদ চৌধুরী, লিংকন রেমন্ড কস্টা এবং মোঃ এমরান হোসেন। সুউচ্চ পর্বতারোহনের ক্ষেত্রে অত্যন্ত বিরূপ পরিবেশের সাথে মানিয়ে নেবার জন্য অভিযাত্রী দল ব্যাপক ও কঠিন প্রশিক্ষণ লাভ করেছে। মেরা পীক জয়ের মাধ্যমে অভিযাত্রী দল ইস্টার্ন ব্যাংকের সহকর্মী এবং সারা দেশে ছড়িয়ে থাকা এডভেঞ্চার প্রিয় জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করতে চায় অভিযাত্রী দল।
ইস্টার্ন ব্যাংকে এমপ্লয়ীদের এনগেজমেন্ট, সার্বিক সুস্থতা এবং ব্যাতীক্রমী অভিজ্ঞতা অর্জনকে উৎসাহিত করা হয়। ব্যাক্তি ও পেশাগত জীবনে উন্নতি বিধানে ইস্টার্ন ব্যাংকের প্রতিশ্রুতি একটি যথোপযুক্ত উদাহরণ এই উদ্যোগ।
হিমালয় পর্বতমালার অন্তর্ভূক্ত মেরা পীকটির উচ্চতা ৬,৪৭৬ মিটার। পর্বত ট্রেকিং এর জন্য এটি সারা বিশ্বে জনপ্রিয়। অভিযাত্রীদের সত্যিকারার্থেই সহনশীলতা ও সংকল্পের পরীক্ষার জন্য উপযুক্ত একটি স্থান।
বিনিয়োগবার্তা/ডিএফই//