Ankita

বিয়ে করেছেন সুশান্তের সেই প্রেমিকা

বিনিয়োগবার্তা ডেস্ক: সুশান্ত সিং রাজপুতকে নিয়ে অঙ্কিতা লোখান্ডে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন। তাদের প্রেমজীবনে আছে অনেক সুখস্মৃতি। সেগুলো এতদিন তাকে বেশ পুড়িয়েছে।

সুশান্তের সঙ্গে ব্রেকআপের পর ভিকিই আগলে রেখেছিলেন অঙ্কিতাকে। অবশেষে তাদের প্রেম পরিণতি পেল।

বিয়ে করলেন অঙ্কিতা। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মঙ্গলবার তার বিয়ের জমকালো অনুষ্ঠান হয়ে গেল। পাত্র প্রেমিক ভিকি জৈন।

সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান এ অভিনেত্রী।

তাদের বিয়েতে আয়োজনের কোনো কমতি ছিল না। তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং অনুষ্ঠান হয়। ওইসব অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিয়ে এটি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)