নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ওসিসহ নিহত ২

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে এক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মনবাড়ীয়া হাইওয়ে থানার ওসিসহ ২ জন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলার শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাইওয়ে থানা পুলিশের ওই ওসির নাম হুমায়ুন কবির।

স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে সেভেন রিংস কোম্পানি একটি মিক্সার ট্রাক ও ওসিকে বহনকারী প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ওসিসহ গাড়ির চালক নিহত হন। তবে তাৎক্ষনিক ভাবে চালকের নাম পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, তিন বছর আগে একইস্থানে দুই ওসিসহ ১০ পুলিশ নিহত হয়েছিল।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এসএইচআর/এসএএম/ ১২ জুন ২০১৭)


Comment As:

Comment (0)