বিআইবিএম - এ মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) -এ ‘ব্যাংকের মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই, ২০২২) অনলাইনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।
স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা সিএফএ।
সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান।
কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম।
গবেষণা দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কন্সালটেন্সী) ড. আশরাফ আল মামুন; বিআইবিএম-এর সহকারি অধ্যাপক রেক্সোনা ইয়াসমিন এবং আনিলা আলী; বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এইচ আর ডি-১) শাকিল এজাজ; ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এইচ আরডি মোঃ মোশারেফ হোসেন।
কর্মশালায় আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া লিমিটেডের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর এবং বিআইবিএম-এর সাবেক সুপারনিউমারারি প্রফেসর হেলাল আহমেদ চৌধুরী; বিআইবিএম-এর সুপারনিউমারারি প্রফেসর আলী হোসেন প্রধানিয়া।
উক্ত কর্মশালায় বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, বিআইবিএম-এর অনুষদ সদস্য অংশগ্রহণ করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//