সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন মোস্তফা সরয়ার ফারুকী
বিনোদন ডেস্ক: সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড দেয়া হলো ঢাকাই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। সিনেমায় বিশেষ অবদানের জন্য শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে ডেকে এই সম্মাননা দেয়া হয়েছে নির্মাতাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী নিজেই খবরটি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এবছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেওয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এ পুরস্কার আমার পছন্দের মানুষেরা অর্জন করেছেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।’
গত ২২ সেপ্টেম্বর পর্দা উঠেছে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের। এবারের উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্টফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। শিকাগোর ডাউন টাউনের ‘কলাম্বিয়া ফিল্ম রো’ ও ‘ডিপল ইউনিভার্সিটি’স স্কুল অব সিনেমাটিক আর্টস’-এ দেখানো হবে ছবিগুলো।
মোস্তফা সরয়ার ফারুকীর দুটি আলোচিত ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে একটি ‘শনিবার বিকেল’ অন্যটি ‘নো ল্যান্ডস ম্যান’।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//