নগরবাউল জেমসের ৫৮তম জন্মদিন আজ
বিনোদন ডেস্ক: নগরবাউল জেমস, পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ভক্তদের কাছে তিনি গুরু হিসবেই পরিচিত।
রবিবার (২ অক্টোবর) এই দিনে দেশের জনপ্রিয় এ শিল্পীর জন্ম। সঙ্গীতের এই কালপুরুষ পা রাখলেন ৫৮ বছরে। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে।
জেমসের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করতো না। কিশোর বয়সেই গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে ঘর ছাড়েন তিনি। তখনই চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিংয়ে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়।
প্রতিবছর জেমসের জন্মদিনে বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা আর আয়োজনের কমতি থাকে না। সাধারণত কোন অনুষ্ঠানেই তিনি অংশ নেন না তিনি। এই দিনে কোন কনসার্ট বা রেকডিং রাখেন না এই সংগীত শিল্পী। বিশেষ এই দিনটি নিজের মতো করেই কাটাতে পছন্দ করেন তিনি।
বিনিয়োগবার্তা/এমআর//