সাজেকে যান চলাচল স্বাভাবিক

সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারামে পাহাড় ধসের ধসের দীর্ঘ সময় পর রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (০৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সেনাবাহিনী চেষ্টায়  যান চলাচল স্বাভাবিক হয় সড়কের ওপর পড়ে থাকা মাটি সরানোর কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় লোকজন।একাজে সেনাবাহিনীও অংশ নেয়।

এর আগে সকালের দিকে রাঙামাটির সাজেক ইউনিয়নে শুকনা নন্দরাম পাড়ায় রাতভর ভারি বৃষ্টিতে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে রাঙামাটি-বাঘাইছড়ি-সাজেক ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা।

সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এ ছাড়া সাজেক ও বাঘাইহাট এলাকায় ছয় শতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে বলে জানা যায়।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে// 


Comment As:

Comment (0)