970

শহর এখন আর আমাকে আকৃষ্ট করে না: ফেরদৌস ওয়াহিদ

বিনোদন প্রতিবেদক: বিখ্যাত সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ তিন বছর ধরে মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রামের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন। গত জুলাই মাসে তার বাইপাস সার্জারি হয়েছে। ‘মামুনিয়া’ খ্যাত এ সংগীত শিল্পী তার বর্তমান জীবন যাপন নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন।

তিনি বলেন, তিন মাস আগে আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। আল্লাহর অশেষ রহমত এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় সুস্থ হয়ে উঠেছি। চিকিৎসক বলেছেন চাইলে আমি এখন গানও গাইতে পারব।

তিনি আরো বলেন, আমি প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করি। ইট-পাথরের শহর এখন আর আমাকে আকৃষ্ট করে না।

গুণী এ শিল্পী বলেন, পরিকল্পনা করেছি আগামী তিন মাসের মধ্যে সংগীতাঙ্গনে ফিরে আসব। এরই মধ্যে আমার ১২টি গান প্রস্তুত হয়েছে, কিন্তু আমি একটু সময় নিতে চাই। সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রাখতে চাই।

তিনি আরো বলেন, শ্রীনগরের পাইকশা আমার পৈতৃকভিটা। গত তিন দশকে এখানে আমার প্রায়ই আসা-যাওয়া ছিল। তবে তিন বছরে এখানে আমি পুরোপুরি অভ্যস্থ হয়ে উঠেছি।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)