shakib

ঘণ্টাব্যাপী লাইভে আসছেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদক: ঢালিউড ‘কিং খান’ শাকিব খানের ব্যক্তিগত জীবনের নানান খবরাখবর নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে। তবে এতকিছুর মাঝে থেমে নেই তার কাজ। গত বৃহস্পতিবারেই ‘শের খান’নামে একটি নতুন সিনেমায় চুক্তিবন্ধ হন তিনি।

এবার লাইভে আসতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার। ঘণ্টাব্যাপী এ লাইভে শাকিব ভক্তরা দেখেতে পারবেন তাদের প্রিয় তারকাকে। প্রতিবছরের মতো এবারো শুরু হয়েছে অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ আয়োজিত লাইভ শো ‘দারাজ আইকনিক ইলেভেন ডট ইলেভেন ক্যাম্পেইন’। এই শোর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন শাকিব খান। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১১টায় হবে এই লাইভ শো -- যেখানে শাকিবের সঙ্গে অনলাইনে যুক্ত থেকে তার ভক্তরা বিভিন্ন উপহারের সুযোগও পাবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রাফসান সাবাব।

জানা গেছে, শাকিবের এই লাইভ শোটি দেখা যাবে চ্যানেল আইয়ের ফেসবুক পেজ, দারাজ অ্যাপ ও দারাজের ফেসবুক পেজে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)