মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ

ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট আর লেনদেন বেড়েছে ৭৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৪২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সোমবার ডিএসইতে ৩৫১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে মঙ্গলবার আগের দিন থেকে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। 

এদিন ডিএসইতে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৪ পয়েন্ট বেড়েছে। 

এদিন সিএসইতে ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)