বিআইবিএমে ‘বাংলাদেশে সিএমএসই খাতে কোভিড-১৯ এর প্রভাব’ বিষয়ক সেমিনার
নিজস্ব প্রতিবেদক: বিআইবিএমে ‘বাংলাদেশে সিএমএসই খাতে কোভিড-১৯ এর প্রভাব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) - ‘বাংলাদেশে সিএমএসই খাতে কোভিড-১৯ এর প্রভাব’ শীর্ষক এক সেমিনার জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল।
স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সী) ড. আশরাফ আল মামুন।
সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান। সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মোঃ মোশাররেফ হোসেন।
গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন- বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সী) ড. আশরাফ আল মামুন; বিআইবিএম-এর সহকারী অধ্যাপক মাকসুদা খাতুন; বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমইএসপিডি) শরফাত উল্লাহ; এসএমই ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার সুমন চন্দ্র সাহা এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনোয়ার ফারুক তালুকদার।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা; বিআইবিএম-এর সুপারনিউমারারি প্রফেসর মোঃ আলী হোসেন প্রধানিয়া; মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।
বিনিয়োগবার্তা/এমআর//