মূল্যসূচকের উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেন

ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট আর লেনদেন বেড়েছে ১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর বৃহস্পতিবার ডিএসইতে ৩২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে রবিবার আগের দিন থেকে ১৫ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন বেশি হয়েছে। 

এদিন ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। রবিবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪০২ পয়েন্টে। 

এদিন সিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার সিএসইতে ১৩ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছিল। এ হিসেবে রবিবার ৪ কোটি ৩৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

রবিবার সিএসইতে ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)