হাল ধরেছেন শান্ত-হৃদয়

ফিরেছেন সাকিবও, হাল ধরেছেন শান্ত-হৃদয়

খেলাধূলা ডেস্ক: ওপেনারদের পর অধিনায়ক সাকিব আল হাসানও দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৬ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট।

সেই চাপ সামাল দেওয়ার চেষ্টায় হাল ধরেছেন তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে রানের জুটিতে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান। শান্ত ৪২ ও হৃদয় ব্যাট করছেন ১৪ রানে।

এর আগে লঙ্কান বোলিং তোপে বিপদে পরে বাংলাদেশ। লকে বিপদে ফেলে বিদায় নিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে আউট হন মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬০। 

সাকিবের বিদায়
আরেকজন নতুন বোলার, আরেকটি উইকেট। মাতিশা পাতিরানার অফ স্টাম্পের বাইরের বাড়তি বাউন্সের বলে একটু যেন চমকেই গেলেন সাকিব। কাট করতে চেয়েছিলেন, তবে শট খেলে ফেলেন আগেভাগেই। আউটসাইড-এজ যায় উইকেটের পেছনে, কুশল মেন্ডিস বাঁদিকে ডাইভ দিয়ে নিয়েছেন ভালো ক্যাচ। সেটি ঠিকঠাক নিয়েছেন কি না, তা দেখার জন্য টেলিভিশন আম্পায়ারের কাছে যান মাঠের দুই আম্পায়ার। 

বিনিয়োগবার্তা/এএইচবি//


Comment As:

Comment (0)