পাকিস্তানের দুর্দান্ত বোলিং

পাকিস্তানের দুর্দান্ত বোলিং, কোণঠাসা ভারত

খেলাধূলা ডেস্ক: এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। শ্রীলংকার ক্যান্ডিতে চলমান ম্যাচে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। যেখানে সবশেষ উইকেট হিসেবে ফিরেছেন আইয়ার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে তিন উইকেটে ৪৮ রান।

পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।

ইনিংসের চার ওভার শেষ হতেই বৃষ্টি নামা শুরু হয়। শেষ পর্যন্ত আরো দুই বল হতেই খেলা বন্ধের ঘোষণা দেন আম্পায়াররা। কিছুক্ষণ বিরতি শেষে ম্যাচ শুরু হয়। এ সময় ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ১১ রানে বোল্ড হন রোহিত।

নিজের পরের ওভারে আবার আঘাত হানেন আফ্রিদি। এবার বিরাট কোহলিকে বোল্ড করেন তিনি। সাজঘরে ফেরার আগে এ ভারতীয় ব্যাটার করেন মাত্র ৪ রান। চারে নেমে ১৪ রানের বেশি করতে পারেননি শ্রেয়াস আইয়ার। তার বিদায়ে এখন বিপদে টিম ইন্ডিয়া।

এশিয়া কাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে।

বিনিয়োগবার্তা/কেআর//


Comment As:

Comment (0)