Ronaldo Al Nasor win 031023

রোনালদোর গোলে ঘুরে দাঁড়ালো আল নাসর 

খেলাধুলা ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের রাজা ও বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো সিআরসেভেন প্রথমবার পেয়েছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা। তার গোলের রাতে আল নাসর পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে পেয়েছে বড় জয়।

সোমবার ঘরের মাঠ আল-আউয়াল পার্কে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ৩–১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল সৌদি ক্লাব। আর এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে পেল দ্বিতীয় জয়। এই জয়ে গ্রপ পর্যায়ে শীর্ষ স্থান অক্ষত রাখল আল নাসর।  
২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। একই রাতে কাতারে ক্লাব আল দুহাইলের বিপক্ষে জিতে পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।

প্রথমার্ধের শেষ দিকে খেলার ৪৪ মিনিটে পিছিয়ে পড়ে আল নাসর। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। খেলার ৬৬ মিনিটে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। 

তার প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান।

সমতা ফেরার পর আত্মবিশ্বাস বেড়ে যায় পুরো দলের। খেলার ৭২ থেকে ৭৭—৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তালিসকা যেন সেটাই বুঝিয়ে দিয়েছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)


Loading...