French Super cup Hattrick Trophy by PSG

ফ্রেঞ্চ সুপার কাপে শিরোপার হ্যাটট্রিক পিএসজির

খেলাধুলা ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য জয়টি কঠিনই ছিল। বহুচেষ্টা করেও খেলার মূল সময়ে গোল করতে পারেনি ক্লাবটি। অবশেষে অতিরিক্ত সময়ের গোলে পিএসজিকে কষ্টার্জিত উপহার দিয়েছেন উসমানে ডেম্বেলে। এএস মোনাকোকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। এ নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩বার শিরোপা জিতলো লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

ফরাসি লিগ ওয়ানে গত মৌসুমের রানার্সআপ মোনাকোকে হারিয়ে সর্বশেষ ১২ বছরে ১১তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের চ্যাম্পিয়ন হলো পিএসজি।

রোববার ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য ৯৭৪টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলের জন্য ২৭টি সুযোগ তৈরি করে পিএসজি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ৯টি। তবে গোল হয়নি একটিতেও।

খেলার মূল সময়ে গোল না হওয়ায় দর্শকরা অপেক্ষা করছিলেন পেনাল্টি শ্যুটআউটের। তবে পিএসজিকে ঝুঁকি নিতে দেননি ডেম্বেলে। ৯২ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন তিনি। গোলমুখের সামনে ফরাসি তারকাকে পাস দেন ফ্যাবিয়ান রুইজ। এতে স্কোরশিটে নাম লেখাতে খুব বেশি কষ্ট করতে হয়নি ডেম্বেলের।

গত মাসে ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন ডেম্বেলে। ওই ম্যাচে মোনাকোকে ৪-২ গোলে হারিয়েছিল পিএসজি।

রোববার প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজি। তবে অচলাবস্থা ভাঙতে পারেনি। গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। ২০১০ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ সুপার লিগের প্রথমার্ধে গোল হয়নি।

ফ্রেঞ্চ সুপার লিগের চারবারের চ্যাম্পিয়ন মোনাকো সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০০ সালে। এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও দুবারই হেরেছে পিএসজির কাছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)