New Smartphone HMD 141123

নতুন স্মার্টফোন তৈরিতে কাজ করছে এইচএমডি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমানে নকিয়ার ফিচারফোনের পাশাপাশি স্মার্টফোন নিয়েও কাজ করছে সেলফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। আগামী বছর বাজারে আরো দুটি নতুন স্মার্টফোন নিয়ে আসবে প্রতিষ্ঠানটি।

এইচএমডি গ্লোবালের প্রধান নির্বাহী জিন ফ্রাঙ্কয়েস ব্যারিল সেপ্টেম্বরে এ বিষয়ে ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি নতুন দুটি স্মার্টফোনের বিষয়ে আরো তথ্য পাওয়া গেছে।

জিএসএম চায়নার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এইচএমডি গ্লোবালের নতুন স্মার্টফোন দুটি নিরীক্ষার মধ্যে রয়েছে এবং জিএসএমএ আইএমইআই ডাটাবেজে শনাক্ত করা গেছে।

এন১৫৯ভি ও টিএ-১৫৮৫ মডেল নাম্বারে সেলফোন দুটিকে তালিকাবদ্ধ করা হয়েছে। গুঞ্জন রয়েছে টিএ-১৫৮৫ মডেলটি নকিয়া স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন। এইচএমডির অধীনে এটি পুনরায় বাজারে আসবে। তবে ডিভাইসগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি এইচএমডি গ্লোবালও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

তবে কোম্পানিটির ভারত ও এপিএসির ভাইস প্রেসিডেন্ট রাভি কুনওয়ার জানান, ২০২৪ সালের প্রথমার্ধে নতুন ব্র্যান্ড প্রকাশ্যে আসতে পারে এবং প্রাথমিক বাজার হিসেবে ভারতকেই নির্বাচিত করা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)