১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনলো এক্স৫০আই প্লাস
তথ্য-প্রযুক্তি ডেস্ক: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এক্স৫০আই প্লাস এল চীনের বাজারে। এই ফোন এক্স৫০আই সিরিজের নতুন সংযোজন। এই ফোনে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
এই স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনটির ১২ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ৫৯৯ চায়নিজ ইউয়ান আর ১২ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ৭৯৯ চায়নিজ ইউয়ান।
ক্লাউড ওয়াটার ব্লু (হালকা নীল), ফ্যান্টাসি নাইট ব্ল্যাক (কালো), ইনক জেড গ্রিন (সবুজ) ও লিকুইড পিংক (গোলাপি) –এই চার রঙে পাওয়া যাবে।
বিনিয়োগবার্তা/এএইচএস//