এনভিডিয়া 02

নতুন ফ্ল্যাগশিপ এআই চিপ আনছে এনভিডিয়া

তথ্য-প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতাদের মধ্যে শীর্ষস্থানীয় কোম্পানি এনভিডিয়া এইচ ২০০ সেমিকন্ডাক্টরে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালে নতুন ভার্সনের চিপটি বাজারে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। খবর র‍য়টার্স। 

উন্নত চিপটি অ্যামাজন, গুগল ও ওরাকলের মতো টেক জায়ান্টদের ডিভাইসে ব্যবহার করা হবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এটি এনভিডিয়ার বর্তমান ফ্ল্যাগশিপ চিপ এইচ ১০০-এর ওপর ভিত্তি করে তৈরি করা হবে। চিপটিতে উচ্চ ব্যান্ডউইডথসম্পন্ন মেমোরির অন্তর্ভুক্তি থাকবে, যা চিপটিকে দ্রুত ডাটা প্রসেসিং করতে সহায়তা করবে। 

আপডেটটি এআই খাতে বেশ তাৎপর্যপূর্ণ। যেখানে এনভিডিয়া প্রভাবশালী ভূমিকা পালন করে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো পরিষেবাগুলোর জন্য সেবা সরবরাহ করবে। সম্প্রসারিত উচ্চ ব্যান্ডউইডথ মেমোরি আগের এইচ ১০০-এর ৮০ থেকে বেড়ে ১৪১ গিগাবাইট হবে। 

যদিও নতুন চিপের জন্য সঠিক মেমোরি সরবরাহকারীর নাম প্রকাশ করা হয়নি। তবে মাইক্রন টেকনোলজি এনভিডিয়ার সরবরাহকারী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। এনভিডিয়া এসকে হাইনিক্স থেকেও মেমোরি সংগ্রহ করে থাকে। এআই চিপের চাহিদা বাড়ায় কোম্পানির বিক্রিও ঊর্ধ্বমুখী রয়েছে।

এনভিডিয়া জানিয়েছে, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, গুগল ক্লাউড, মাইক্রোসফট অ্যাজুর ও ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারসহ বড় ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা তাদের এইচ ২০০ চিপ ব্যবহার করবে। এছাড়া কোরওয়েভ, ল্যাম্বডা ও ভল্টারের মতো বিশেষায়িত এআই ক্লাউড সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও নতুন চিপ ব্যবহার করবে বলে জানা গেছে। 

বিনিয়োগবার্তা/এএইচএস//


Comment As:

Comment (0)