ল্নডনে প্রবাসী দিবস

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপন

ডেস্ক রিপোর্ট: প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার প্রতিপাদ্য সামনে রেখে ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালুর মধ্য দিয়ে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন।

গত ৩০ ডিসেম্বর (শনিবার) দূতাবাসের বঙ্গবন্ধু লাউঞ্চের হলরুমে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিকদের নিয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্রিটেনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হত না। ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু যেমন প্রবাসীদের ভালবাসতেন তেমনি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রবাসীদের কল্যাণ ও মর্যাদার প্রতি অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি তার ভালবাসা অপরিসীম।

হাই কমিশনার সাইদা মুনা তাসনীম প্রবাসী-বান্ধব বিভিন্ন জাতীয় নীতিমালা গ্রহণ ও ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, গত পাঁচ বছরে যুক্তরাজ্য প্রবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে রেকর্ডসংখ্যক কনস্যুলার এবং ওয়েলফেয়ার সেবা প্রদান করেছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন। লন্ডনে বসেই ই-পাসপোর্ট এবং এন.আই.ডি. যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের হাতে তুলে দিতে পেরে হাই কমিশন গর্বিত।

দূতাবাসে এন.আই.ডি. আবেদন কার্যক্রমের পাইলট প্রজেক্ট উদ্বোধন করেন হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

হাই কমিশনার বলেন, প্রবাসীদের যুক্তরাজ্য ও বাংলাদেশে সর্বপ্রকার সহায়তা প্রদান করা এবং তাদেরকে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন লন্ডন দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, আইন, শিক্ষকতা, চিকিৎসাসহ বিভিন্ন পেশায় কর্মরত সফল এবং মেধাবী নতুন প্রজন্মের প্রবাসী ব্রিটিশ বাংলাদেশিদের সবিশেষ প্রশংসা করেন হাই কমিশনার ।

অনুষ্ঠানে একজন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের হাতে ই-পাসপোর্ট তুলে দেন হাই কমিশনার। এরপর তিনজন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বের এন. আই. ডি. আবেদন কার্যক্রমের পাইলট প্রজেক্ট উদ্বোধন করে হাইকমিশনার সাইদা মুনা তাসনীম জানান, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে পূর্ণাঙ্গ এন.আই.ডি. সেবা কার্যক্রম চালু করবে লন্ডন দূতাবাস।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)