ইসির এ্যাপ

ইসির, অ্যাপে সাইবার হামল,:চলছে স্লো গতিতে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপে হামলা চালানো হয়েছে, তবে অ্যাপ হ্যাকড হয়নি বলে জানিয়েছে ইসি।

জার্মানি, ইউক্রেন ও আরেক দেশ থেকে সাইবার হামলা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিি বলেন, ‘এটাকে (অ্যাপ) আক্রমণ করে স্লো করে দেওয়া হয়েছে। হ্যাক আমাদের অ্যাপ চলছে, কিন্তু স্লো।’

ইসি সচিব আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যেখানে ভোটের তথ্য লাইভ আপডেট জানানো হবে। তবে রোববার সকাল থেকেই ইসির এই অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ তোলেন ভোটাররা।’

অ্যাপ তৈরিতে ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরির খবরটি সঠিক নয়। ছয় বছর মেয়াদের একটি প্রকল্পের ব্যয় হলো ২১ কোটি টাকা। সেই প্রকল্পের একটি পার্ট হলো এই অ্যাপ। প্রকল্পের প্রথম বছর চলছে। এখন পর্যন্ত আমরা ব্যয় করেছি আট কোটি টাকার মতো।’

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)