গার্ডেনার্স এন্ড সীড মেলা

লন্ডনে 'গার্ডেনার্স এন্ড সীড' মেলার স্পন্সর ডব্লিউপিসি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে সদ্য সমাপ্ত 'গার্ডেনার্স এন্ড সীড মেলা ২০২৪' এর অন্যতম স্পন্সর হিসাবে যুক্ত ছিল দেশটিতে কার্যরত শীর্ষস্থানীয় আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ার্ক পারমিট ক্লাউড (ডব্লিউপিসি)। 

রবিবার (০৪ ফেব্রুয়ারি ২০২৪) পূর্ব লন্ডনের মে ফেয়ার ভেন্যুতে সারা দিনব্যাপি বর্নান্য আয়োজনে অনুষ্ঠিত হয় এ মেলা।

মেলায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা তাদের বাগানে উৎপাদিত কৃষি পণ্যসামগ্রী, ফলমূল ও বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ প্রদর্শন করেন।

অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ডব্লিউপিসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিষ্টার লুৎফর রহমান বলেন, 'যুক্তরাজ্যে আমাদের কমিউনিটির অন্যতম বৃহৎ এ মেলায় পৃষ্ঠপোষক হতে পেরে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে কমিউনিটির পাশে থাকবে ডব্লিউপিসি।'

বিনিয়োগবার্তা/শামীম//

 

 

 


Comment As:

Comment (0)