Prime Minister 060224

নতুন সরকারের প্রথম সচিব সভা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে গতকাল প্রথম সভা করেন তিনি। এ সভায় প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে এমন নির্দেশনা দেন বলে সভা শেষে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। পরে বিকালে সচিবালয়ে সভা-পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আসন্ন রমজানের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। খাদ্যনিরাপত্তা পরিস্থিতি, কৃষি উৎপাদন ও সার ব্যবস্থাপনা; কর্মমুখী শিক্ষা, নতুন পাঠ্যক্রম ও কর্মসংস্থান; বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা, আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে দক্ষতা বৃদ্ধি নিয়ে সভায় আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বইমেলা জেলার বাইরে উপজেলা পর্যায়েও নিতে বলেছেন। পর্যটন শিল্পের জন্য করণীয় নিয়েও নির্দেশনা দিয়েছেন তিনি।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে নজরদারি করতে বলেছেন। নজরদারির ক্ষেত্রে তিনি একটা সুনির্দিষ্ট এরিয়ার কথা বলেছেন যে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির প্রসঙ্গ আসে, নিউজ আসে। এটির ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবাইকে খুবই শক্তভাবে ব্যবস্থা নিতে বলেছেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘‌আমরা গার্মেন্টসের ক্ষেত্রে যে সুযোগ-সুবিধা পাই কৃষিপণ্য, চামড়া ও পাটজাত পণ্যে একই রকম সুযোগ-সুবিধা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী। এই তিন পণ্যে আমাদের স্থানীয়ভাবে কাঁচামাল আছে। সুতরাং এখানে ভ্যালু অ্যাড অনেক বেশি হবে।’

প্রধানমন্ত্রী প্রকল্প নেয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন ও বাছাইয়ের কথা বলেছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যে প্রকল্পগুলো জনগণের কল্যাণে ব্যবহৃত হবে, জনগণ উপকার পাবে, সেদিকে তিনি মনোযোগ দিতে বলেছেন। চলমান যে প্রকল্পগুলো আছে সেগুলো তিনি দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন।’

মূল্যস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্পর্কে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি আমাদের জিডিপি প্রবৃদ্ধির নিচে থাকতে হবে। সেটি করার জন্য প্রধানমন্ত্রী কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে যাদের আয়কর দেয়ার কথা তাদের বিরাট একটি অংশ এখনো আয়করের আওতায় আসেনি। তাদের যেন আয়করের আওতায় আনা হয়, সেজন্য জোরালো নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য প্রধানমন্ত্রী পদক্ষেপ নিতে বলেছেন। এছাড়া সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া, বিদ্যুৎ, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, কারিগরি শিক্ষায় গুরুত্ব, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, শূন্য পদ পূরণ ও পদোন্নতি, তিনফসলি জমির পূর্ণ ব্যবহার, জলাধার ভরাট না করা, দুর্নীতি দমন, নতুন শিক্ষাক্রমে ভুলভ্রান্তি থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন নির্দেশনা দেন তিনি।’

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)