জি৮

'ঢাকা ঘোষণা'

আন্তঃবাণিজ্য সম্প্রসারণ করবে ডি-৮ সদস্য দেশগুলো

নিজস্ব প্রতিবেদক: নিজেদের মধ্যে আন্তঃবাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ‘ঢাকা ঘোষণা’ নামে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, মিশর ও তুরস্কসহ উন্নয়নশীল আটটি দেশের জোট ডি-৮। মঙ্গলবার (৫ মার্চ) নতুন এ সিদ্ধান্ত জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এর আগে সোমবার (৪ মার্চ) এ জোটের সুপারভাইজরি কাউন্সিলের সপ্তম সভা ও মঙ্গলবার ট্রেড মিনিস্টারস কাউন্সিলের তৃতীয় সভায় এ সিদ্ধান্তগুলো নেয়া হয়। 

সিদ্ধান্তগুলো হলো, ‘ঢাকা ঘোষণার’ আগে অনুষ্ঠিত সুপারভাইজরি কমিটির সভাগুলো এবং প্রথম ও দ্বিতীয় ট্রেড মিনিস্টার্স কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। সদস্য দেশগুলোর মধ্যে সম্পাদিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) কার্যকরভাবে বাস্তবায়ন এবং চুক্তির আওতায় বিদ্যমান কনসেশনাল অফার তালিকা সম্প্রসারণ ও এ লক্ষ্যে বেসরকারি খাতকে উৎসাহিতকরণ ও ডি-৮ পিটিএর সফল বাস্তবায়ন।

২০২০-২০৩০ মেয়াদে দশকব্যাপী অঙ্গীকারের আলোকে সদস্য দেশগুলোর আন্তঃবাণিজ্যে এ দেশগুলোর মোট বাণিজ্য ১০ শতাংশে উন্নীত করা। ডি-৮ পিটিএ বাস্তবায়নে ট্রেড নেগোসিয়েশন দক্ষতা উন্নয়ন, অর্থায়নে সমীক্ষা এবং সদস্য দেশগুলোর শুল্ক-অশুল্ক বাধা শনাক্তকরণ ও অপসারণের উদ্দেশ্যে একটি স্কোপিং অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য একটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)