Akhawra border closed 240424

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মো. সফিকুল ইসলামের মৃত্যুতে এ স্থলবন্দরে বুধবার সকাল থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।  

মাছ রফতানি ব্যতীত যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম একদিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।  

তিনি বলেন, এ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি হাজী মো. সফিকুল ইসলামের মৃত্যুতে আমরা শোকাহত। তার এই মৃত্যুতে এ স্থলবন্দরে শুধু মাছ রফতানি ব্যতীত যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।  

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, স্থলবন্দরের ব্যবসায়ীর মৃত্যুতে ঐ বন্দরে শুধু মাছ রফতানি ব্যতীত সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)