BSTI HALAL Certificate workshop 280424

বিএসটিআইতে হালাল সার্টিফিকেটের মূল্যায়ণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ‘বিএসটিআই হতে প্রদানকৃত হালাল সার্টিফিকেটের মূল্যায়ণ’ শীর্ষক স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৮ এপ্রিল) বিএসটিআইর প্রধান কার্যালয়ে বিএসটিআইর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ীরা বিএসটিআই হতে প্রাপ্ত হালাল সনদ গ্রহণ করে বিদেশে পণ্য রপ্তানিতে কোন বাধার সম্মুখীন হচ্ছেন কি-না সে বিষয়ে মতামত নেওয়ার জন্য এ সভা আয়োজন করা হয়।

বিএসটিআই হতে প্রদানকৃত হালাল সার্টিফিকেটের মূল্যায়ণ বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এফিবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আমীন হেলালী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবুল কালাম আজাদ, ঢাকা চেম্বারের পরিচালক এম মোসাররফ হোসেন, বিএসটিআই’র হালাল সার্টিফিকেশন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. জহুরুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ শামছুল আলমসহ বিশেষজ্ঞ প্রতিনিধিবৃন্দ। 

এছাড়া অনুষ্ঠানে বিএসটিআই হতে হালাল সার্টিফিকেশনপ্রাপ্ত প্রতিষ্ঠান; বেঙ্গল মিট প্রসেসিং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, আকিজ বেকার্স লিমিটেড, বাংলাদেশ এডিবেল অয়েল, নিউজিল্যান্ড ডেইরি, ডেনিস ফুড, অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ড্রাস্ট্রি, কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।     

সভায় বক্তারা জানান, বিএসটিআই এসএমআইআইসি  ‍(SMIIC ) এর  সদস্য এবং এসএমআইআইসি মান বাংলাদেশ মান (বিডিএস) মান হিসেবে গৃহিত করে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে একাধিক অডিডের মাধ্যমে পূঙাখানুপূঙ্খ বিশ্লেষণ করে হালাল সনদ প্রদান করে। বিএসটিআই’র হালাল সনদ গ্রহণ করে রপ্তানিতে কোন বাধার সম্মুখিন হচ্ছেন না বলেও তারা জানান। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)