BSEC New 3 Commissioner 080524

বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিএসইসির কমিশনারের দায়িত্বে পুর্ননিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এছাড়া, কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান নতুন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৭ মে) অর্থমন্ত্রণালয়ের আর্থিক বিভাগের যুগ্মসচিব মো. জাহিদ হোসেন এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা- ৫(২) এর বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদকে আগামী ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য এ পদে পুর্ননিয়োগ প্রদান করা হলো।

এছাড়া, পৃথক দুই প্রজ্ঞাপনে কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরীকে আগামী ২ জুন ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানকে আগামী ২০ মে হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)