সাগড়ে তেল গ্যাস

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সাত কোম্পানির দরপত্র ক্রয়

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অংশগ্রহণের লক্ষ্যে বহুজাতিক সাত কোম্পানি দরপত্র কিনেছে। এছাড়া দরপত্র কেনায় আগ্রহ প্রকাশ করেছে আরো কয়েকটি কোম্পানি। 

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৪’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। প্রচারমূলক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তিনি বলেন, ‘আগের দরপত্রের সঙ্গে নতুন দরপত্রে অনেক পার্থক্য। বিদেশী কোম্পানিগুলোর জন্য এখন অনেক সুবিধা বেড়েছে। এখন দুই পক্ষের জন্যই লাভজনক চুক্তি করা হচ্ছে। আমরা মধ্যম পন্থা অবলম্বন করে একটি পিএসসি (প্রডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট) করেছি।’

জ্বালানি উপদেষ্টা আরো বলেন, ‘দক্ষিণ এশিয়া অনেক শান্তিপূর্ণ একটি এলাকা। যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের চিন্তা করেন, তারা এগুলো বিবেচনা করবেন। আমাদের সমুদ্রের আশপাশেই গ্যাসের অনেক বড় বাজার আছে। এ এলাকায় বিনিয়োগ করা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। সার্বিক দিক বিবেচনায় আমাদের মনে হচ্ছে, অনেকেই দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।’ 

নসরুল হামিদ বলেন, ‘তেল-গ্যাস অনুসন্ধানে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি আগ্রহ দেখাচ্ছে। আজকের এই সেমিনারে ১৫টির অধিক কোম্পানি অংশগ্রহণ করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি যুগান্তকারী অধ্যায় হতে যাচ্ছে। এবারের দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে। দরপত্র কার্যক্রমের মধ্য দিয়ে দ্রুত নির্বাচিত কোম্পানির সঙ্গে চুক্তির পরিকল্পনা রয়েছে সরকারের।’

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে গত মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সরকার। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র জমা দেয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে। দরপত্রে অংশ নিতে ১০ মার্চ ৫৫টি কোম্পানিকে মেইল পাঠায় পেট্রোবাংলা। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয়া হয়।

জ্বালানি সচিব মো. নুরুল আলমের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জিয়াউর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার এবং যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি কোম্পানি টিজিএসের সিনিয়র জিওলজিস্ট এলিজাবেথ গিলবার্ড। 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)