বন্যার্ত

বন্যার্তদের সহায়তায় আইএফআইসি ব্যাংক কর্মীদের একদিনের বেতন

নিজস্ব প্রতিবেদক: আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট সংকটময় মুহূর্তে বন্যার্তদের পাশে দাড়াঁতে আইএফআইসি ব্যাংকের সকল কর্মীরা তাদের একদিনের বেতনের অর্থ অনুদান হিসেবে প্রদান করেছে।

রবিবার (২৫ আগস্ট) এ সংশ্লিষ্ট ১ কোটি টাকার একটি চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যান তহবিলে প্রদান করা হয়।

এর আগে গত ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য আলাদা ভাবে আর্থিক অনুদান, খাবার, জরুরী ওষুধ-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয় ব্যাংকের পক্ষ থেকে।

আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে বন্যাদুর্গত মানুষের ক্ষয়ক্ষতি লাঘবে সবার প্রচেষ্টায় সম্মিলিত আকারে দুর্দশাপীড়িত মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি তৈরী করবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)