তারেক

ক্ষমতা পেলে প্রতি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জনগনের সমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রত্যেকটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের সম্মানে সোমবার কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘোষণা দেন।

ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করে তোলাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য। এলক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের খাদ্যদ্রব্যের চাহিদা মেটাতে এমন উদ্যোগ নেওয়া হবে। আর এ কার্ড হবে সংশ্লিষ্ট পরিবারের গৃহিনীর নামে। কারণ, বিএনপি বিশ্বাস করে পুরুষদের পাশাপাশি গৃহিনীরাও সংসার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই তাদেরকেও স্বাবলম্বি করা প্রয়োজন।

তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে বিগত ১৭ বছর ধরে বিএনপিও সমমনা দলগুলো আন্দোলন-সংগ্রাম করছে, সবেমাত্র তার কিছুটা বাস্তবায়ন হয়েছে। দেশ আজ স্বৈারাচারমুক্ত। আমরা আজকে মুক্তভাবে কথা বলতে পারছি। কিন্তু এখনো আমাদের পুরো লক্ষ্য বাস্তবায়ন হয়নি। স্বৈরাচারের দোষররাএখনো বিভিন্নভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তাদেরকে প্রতিহত করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে কিশোরগঞ্জের অনেক ভুমিকা রয়েছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধি আন্দোলনে আমরা এ জেলার ১৭ জন কর্মীকে হারিয়েছি। আরও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা তাদের ত্যাগকে বিফলে যেতে দেবো না। 

তিনি বলেন, দেশের কৃষিক্ষেত্রে কিশোরগঞ্জের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের হাওর-বাওর অত্যন্ত সমৃদ্ধ। এখান মিঠা পানির মাছ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। ভবিষ্যতে এ ধারাকে আরও গতিশীল করতে হবে।

তারেক রহমান বলেন. আগামী দিনে একটি সুখী-সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধভাবেই সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//

 


Comment As:

Comment (0)