ভয়াবহ বিপর্যয়ের মুখে রপ্তানি বাণিজ্য

ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: সদ্যবিদায়ী ২০২৪ সালের ডিসেম্বরে দেশের রপ্তানি আয় বেড়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ। এর আগের মাস অর্থাৎ নভেম্বরে রপ্তানি আয় বেড়েছিল ১৫ দশমিক ৬৩ শতাংশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো’র হালনাগাত তথ্য প্রকাশ করেছে। সেখানে বিষয়টি জানিয়েছে সরকারি এ সংস্থাটি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, গত ডিসেম্বরে রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। যা আগের বছরের একই মাসে ছিল ৩৯৩ কোটি ৯ লাখ ডলার।

এছাড়া বিদায়ী ২০২৪ সালের নভেম্বরে রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৪১১ কোটি ৯৬ লাখ ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩৫৬ কোটি ২৯ লাখ ডলার।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)