পুঁজিবাজারে অব্যাহত দরপতন

মূল্যসূচকের পাশাপাশি লেনদেনেও পতন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতনের পাশাপাশি লেনদেনেও পতন দেখা দিয়েছে।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১১ পয়েন্ট ও বুধবার ২৫ পয়েন্ট কমেছিল।

রোববার ডিএসইতে ৩১৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ২৭ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৩৭ কোটি ৮১ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৫টির বা ১৮.৬১ শতাংশের, কমেছে ২৬১টির বা ৬৪.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭টির বা ১৬.৬৩ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১০৭টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮১ পয়েন্টে।Stock market analysis tools

আগেরদিন সিএসইতে ৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই কমেছিল ৬৯ পয়েন্ট।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)