Hobiganj Awami League Advocate arrested while Leaflet distributing

হবিগঞ্জে আ’লীগের লিফলেট বিতরণকালে আইনজীবীকে পিটিয়ে থানায় সোপর্দ

জেলা প্রতিনিধি: হবিগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে তাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তি শহরের উত্তর শ্যামলী এলাকার অ্যাডভোকেট শামীম আহমেদ (৫৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।

শনিবার দিনগত রাত সাড়ে ১০টায় কালিবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, লিফলেট বিতরণকালে উত্তেজিত লোকজন শামীম আহমেদকে আটক করে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।

এ নিয়ে বিএনপি নেতা লুৎফুর রহমান বলেন, শামীম বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। বেশ কিছুদিন তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে হঠাৎ তিনি বের হয়ে স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ শুরু করেন। এসময় আমরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছি।

বিনিয়োগবার্তা/কেএইচকে/ডিএফই//


Comment As:

Comment (0)