BRAC Bank credit cardholder wins trip

ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডার শ্রীলঙ্কায় কাপল ট্রিপ জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ‘মাস্টারকার্ড কলম্বো ফ্যাশন উইক শ্রীলঙ্কা গিভআওয়ে ক্যাম্পেইন’-এ শ্রীলঙ্কায় কাপল ট্রিপ জিতেছেন ব্র্যাক ব্যাংকের একজন  মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডার।

ব্র্যাক ব্যাংক এবং মাস্টারকার্ড যৌথভাবে একটি ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের আয়োজন করে। ভাগ্যবান গ্রাহকদের ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা কলম্বো ফ্যাশন উইক উপভোগ করার সুযোগ করে দিতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

‘ব্র্যাক ব্যাংক-মাস্টারকার্ড কলোম্বো ফ্যাশন উইক শ্রীলঙ্কা গিভআওয়ে ক্যাম্পেইন’ শীর্ষক এই আকর্ষণীয় ক্যাম্পেইনে দুজন বিজয়ী পেয়েছেন সম্পূর্ণ বিনা খরচে শ্রীলঙ্কা ঘুরে আসার সুযোগ।

ব্র্যাক ব্যাংক-মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডহোল্ডার নিগার সুলতানা এই পুরস্কারটি জিতেছেন। ১৬ ফেব্রুয়ারি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর সোহেল আলিম এবং ব্র্যাক ব্যাংকের হেড অব ক্রেডিট কার্ডস মিথিলা আলমগীর জুহি বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের রিলেশনশিপ ম্যানেজমেন্ট কনসালটেন্ট সৈয়দ আরমান আলী এবং রিটেইল অ্যান্ড কমার্স ম্যানেজার জুবায়ের হোসেন।

ক্যাম্পেইনটি ১০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলেছিল। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল রিটেইল ট্রানজ্যাকশনের পরিমাণের ভিত্তিতে পুরস্কার জেতার সুযোগ পান।

এই গিভআওয়েতে ছিল ২ জনের জন্য ব্রেকফাস্টসহ পাঁচ তারকা হোটেলে ছয় রাত যাপনের সুযোগ এবং বিলাসবহুল গাড়িতে এয়ারপোর্ট ট্রান্সফারের সুবিধাসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিজনেস ক্লাসে রাউন্ড ট্রিপের সুযোগ। এছাড়াও ছিল শ্রীলঙ্কান ফ্যাশন উইকের আফটার-পার্টিতে ভিভিআইপি অ্যাকসেসের সুযোগ।

একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে দেশীয় এবং আন্তর্জাতিক পার্টনারদের সাথে কাজ করে যাচ্ছে।

নিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)