IPDC SME Summit

আইপিডিসি এসএমই সামিট প্রবৃদ্ধির নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি আয়োজিত আইপিডিসি এসএমই সামিট ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলের সীগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএমই খাতের পেশাদাররা অংশগ্রহণ করেন। এসএমই খাতের কর্মকর্তাদের নিয়ে ২০২৪ সালের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, ২০২৫ সালের কৌশল নির্ধারণ এবং দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নানা বিষয়ভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।  

সম্মেলনটি ২০২৪ সালের পর্যালোচনার মাধ্যমে শুরু হয়, যেখানে তৃতীয় প্রান্তিকের এসএমই ফ্লাই হাই ২০২৪ ক্যাম্পেইনের সফলতা ও আইপিডিসির এসএমই বিভাগের সামগ্রিক পারফরম্যান্স তুলে ধরা হয়। আইপিডিসির এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদুর রহমান, তার পরিচালিত সেশনে বিগত বছরের চ্যালেঞ্জ, অর্জন এবং লার্নিং নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে ২০২৫ সালের কৌশলগত পরিকল্পনা ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে এসএমই খাতের উন্নয়ন ও প্রবৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নেতা ও কর্মীরা একসঙ্গে কাজ করে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসাগুলোকে সহায়তা এবং আইপিডিসিকে শীর্ষ এসএমই অর্থায়ন প্রতিষ্ঠান হিসেবে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

কৌশলগত আলোচনার পাশাপাশি সম্মেলনে টিমওয়ার্ক ও কর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য ইন্টারঅ্যাকটিভ এক্সারসাইজ, মজার কার্যক্রম ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, এসএমই ফ্লাই হাই ক্যাম্পেইন রিওয়ার্ডস অনুষ্ঠানের মাধ্যমে কর্মীদের অসাধারণ সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়।

সম্মেলনে আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা অংশ নেন। তারা কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি নেতৃত্বের মূল্যবোধ আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “এসএমই খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। আইপিডিসি সবসময় ক্ষুদ্র ব্যবসাগুলোকে সহায়তা ও ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই সামিট শুধু ২০২৫ সালের কৌশল নির্ধারণই নয়, বরং আমাদের নতুন লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা জোগাবে।”

আইপিডিসি এসএমই সামিট ২০২৫ আইপিডিসির এসএমই-কে ক্ষমতায়ন, উদ্ভাবন ও দলীয় কাজের প্রতি প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছে। এ সম্মেলনের কৌশলগত ধারণা এবং একাত্মতা দলের সদস্যদের ২০২৫ এবং তার পরবর্তী সময়ে বড় সাফল্য অর্জনে সাহায্য করবে। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)