ICMAB Khulna Chairman Secretary

আইসিএমএ খুলনা ব্রাঞ্চের নতুন চেয়ারম্যান ও সেক্রেটারি আজিজুর-মমিনুর

নিজস্ব প্রতিবেদক: দি ইনস্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদশ (আইসিএমএবি) খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান এস. এম. জাকির হোসাইন, সেক্রেটারি মো. মমিনুর ইসলাম ও ট্রেজারার পদে লরেন্স অলি গোমেজ নির্বাচিত হন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) খুলনার সিএমএ ভবনে অনুষ্ঠিত কেবিসি এর এক সভায় তাদেরকে ২০২৫ সালের জন্য নির্বাচিত করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান কে. এম. নেয়ামুল হক।

নতুন চেয়ারম্যান আজিজুর বর্তমানে ইর্স্টান ব্যাংক পি.এল.সি এর মোংলা শাখার ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। ভাইস চেয়ারম্যান এস. এম. জাকির হোসাইন পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। সেক্রেটারি মো. মমিনুর ইসলাম ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। ট্রেজারার লরেন্স অলি গোমেজ বসুন্ধরা গ্রুপ (সিমেন্ট ইউনিট মোংলা প্লান্ট) এর হেড অব একাউন্টস পদে কর্মরত আছেন।   

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)