Champion Trophy Final winner India or Newzealand

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চ্যাম্পিয়ন হবে ভারত না নিউজিল্যান্ড?

খেলাধুলা ডেস্ক: সেরা ৮ দলের জমজমাট লড়াই শেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন শেষের দিকে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। মুখোমুখি শক্তিশালী দুই দেশ ভারত এবং নিউজিল্যান্ড। বিকাল ৩টায় শুরু হওয়া এই ফাইনালে জিতবে কে? কোন অধিনায়কের হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা? ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা।

ভারত ফাইনালে ওঠার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। তারা যদি ফাইনালে না উঠতো, তাহলে এই ম্যাচ অনুষ্ঠিত হতো লাহোরে। আয়োজক হয়েও আজ পাকিস্তানে নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। হাইব্রিড মডেলের কাছে হেরে গেলো সব।

দুবাইতে আজ কে জিতবে? কাদের ভালো খেলার সম্ভাবনা বেশি? এ প্রশ্নে বিশ্লেষকরা সহজ একটি হিসেব বের করছেন। যাদের স্পিন শক্তি বেশি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট পুরোপুরি স্পিন নির্ভর। সে ক্ষেত্রে আজ দুই দলের স্পিনারদের শক্তি পরীক্ষা হবে বেশ। যারাই ভালো করবে, সৌভাগ্যের মালা উঠবে তাদের গলায়।

নিঃসন্দেহে স্পিন শক্তিতে এগিয়ে ভারত। চার বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনা ভারতীয়দের। বরুন চক্রবর্তি, কুলদিপ যাদবের সঙ্গে রয়েছেন বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার অক্ষর প্যাটেল। এছাড়া অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। এ চার স্পিনারের যুগলবন্দীতে কিউই ব্যাটারদের নাভিশ্বাস উঠবে, তাতে সন্দেহ নেই।

সঙ্গে ইনফর্ম পেসার মোহাম্মদ শামি রয়েছেন। থাকবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মোট কথা ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বোলিং বৈচিত্র্যের অভাব নেই। স্পিনার যদি একজন কম খেলান তারা, তাহলে পরিবর্তে পেসার হর্ষিত রানাকে দেখা যেতে পারে ভারতীয় একাদশে।

তিন স্পিনার আছে নিউজিল্যান্ডের হাতেও। মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার এবং রাচিন রাবিন্দ্রা। এই তিন স্পিনারের সঙ্গে পেসার ম্যাট হেনরি থাকলে ভারতীয়দের চাপে রাখা যেতো বেশ ভালোভাবে; কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। চোটের কারণে ম্যাট হেনরির না খেলার সম্ভাবনাই বেশি।

তবুও কাইল জেমিসন, উইল ও’ররকি পেস বোলিংয়ে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সুতরাং, ভারতীয় ব্যাটারদের বিপদে ফেলতে পারেন তারাও।

ব্যাটিংয়ে ভারতীয়রা সব সময়ই এগিয়ে। ফর্মে রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুলরা। তাদের যে কারো ব্যাটে উড়ে যেতে পারে প্রতিপক্ষ। সমান চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপও। উইল ইয়ং, রাচিন্দ্র রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম- দারুণ ছন্দে রয়েছেন তারা। সুতরাং, চোখ বন্ধ করে বলে দেয়া যায় আজ দুবাইয়ে ব্যাট-বলের দারুণ লড়াই অনুষ্ঠিত হবে। সেই লড়াইয়ে কে জিতবে, সেটাই এখন বড় প্রশ্ন।   

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)